ভালোবাসার কবিতা ২০২০

ভালবাসার কবিতা : আমার লেখা ১০টি Bangla Romantic Kobita. এই কবিতাগুলো আমার লেখাপড়ার জীবন থেকে শুরু করে বিভিন্ন সময় মনের আবেগে লিখেছিলাম, কিন্তু ব্লগে প্রকাশ করার কথা কখনো ভাবিনি। কবিতাগুলো পড়ে কারো ভালো না লাগলে দয়াকরে কোন খারাপ মন্তব্য করবেন। আর ভালো লাগলে ভবিষ্যতে আরো দুই একটি কবিতা লেখার চেষ্টা করব। মধ্য যুগ ছিল কবি সাহিত্যিকের যুগ। কিন্তু বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ হওয়ার কারনে এখন আর কেউ কবিতা লেখায় মনোনিবেশ করে না। প্রযুক্তির প্রতি মানুষের অধিক আগ্রহের কারনে আমাদের সাহিত্য ও সংস্কৃতি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এক সময় শহর অঞ্চলে প্রায় সময় বই মেলা বশতো এবং বই মেলায় অসংখ্য অসংখ্য কবিতার বই পাওয়া যেত। এখন আর সেই দৃশ্য খুব একটা চোখে পড়ে না। ভালোবাসার কবিতা আমার লেখার ১০টি কবিতার মধ্যে প্রায় সবগুলো হচ্ছে রোমান্টিক কবিতা। সেই জন্য পোস্টের হেডলাইন “ভালোবাসার কবিতা” দিয়েছি। আসলে কবিতা হচ্ছে অনেক বড় একটি সাহিত্য। আমি এই সাহিত্যের কোন অংশ বুঝি না। সেই জন্য কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমার নীল চোঁখে আমি ভালোবাসি এক জোড়া নীল চোখকে একটি চকিত চাহুনী মাখা গোলাকার মুখকে সেখ...