বর্তমানে সময়ে সব ধররেন ব্লগ/ওয়েবসাইটে Schema Markup ব্যবহার করা হয়ে থাকে। তবে Schema Markup কি এই বিষয়ে খুব কম লোকেরই পরিষ্কার ধারনা রয়েছে। এই Schema Markup যে কোন সার্চ ইঞ্জিনের রোবটদের ব্লগের সকল ধরনের বিষয়বস্তু সম্পর্কে ভালভাবে বুঝিয়ে দেয়। আজ আপনাদের Schema Markup সম্পর্কে সহজভাবে ধারনা দেব, যাতেকরে এর সম্পর্কে ভালভাবে বুঝে ব্লগের প্রয়োজনীয় জায়গার Schema Markup ট্যাগগুলি ব্যবহার করতে পারেন। প্রত্যেক সার্চ ইঞ্জিনের এক ধরনের Programming Robot রয়েছে। তারা যে কোন ব্লগের কোথায় কি আছে সেটি ভালভাবে বুঝে নিতে পারে। তবে Programming Robot-দের বুঝা এবং মানুষের বুঝার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। মানুষ যে কোন কিছু অনুভব করে বুঝে নিতে পারে, অন্যদিকে Programming Robot-দের এই অনুভবের ক্ষমতা নেই। কোথাও কোন বিষয় সম্পর্কে যখন সঠিকভাবে বিস্তারিত দেয়া থাকে তখন বুঝে নিতে পারে। এ ক্ষেত্রে তারা বিন্দুমাত্রও ভূল করে না, অন্যদিকে মানুষ কোন কাজ করার ক্ষেত্রে ১০০% ভাগ সঠিক নাও হতে পারে। কাজেই বুঝতেই পারছেন সার্চ ইঞ্জিনের রোবটদের আপনার ব্লগের বিষয়বস্তু অর্থাৎ কোথায় কি আছে এবং কিভাবে ব্লগের টেমপ্লেট এর Structure তৈর