কিভাবে Disable Adsense Account ডিলিট করতে হয়?

একজন ব্লগার প্রতিনিয়ত গুগল এ্যাডসেন্স অনুমোদনের জন্য চেষ্টা চালিয়ে যান। দীর্ঘ প্রচেষ্টার পর একজন ব্লগার তার ব্লগে গুগল এ্যাডসেন্স অনুমোদন করতে সক্ষম হন। তবে দুঃখের বিষয় হচ্ছে এ্যাডসেন্স এর সঠিক ব্যবহার না জানার কারনে দীর্ঘ দিনের চেষ্টায় প্রাপ্ত এ্যাডসেন্স একাউন্ট Invalid Activities এর কারনে অল্প দিনেই ডিসএবল হয়ে যায়। এ ক্ষেত্রে হাজার চেষ্টার পর সেই ব্লগে পুনরায় গুগল এ্যাডসেন্স অনুমোদন করা সম্ভব হয় না। যদিও গুগল এ্যাডসেন্স টিম এ্যাডসেন্স একাউন্ট ফিরে পাওয়ার জন্য আপিলের ব্যবস্থা রেখেছে কিন্তু এ ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা মাত্র ১% থাকে। তখন একজন ব্লগার তার ব্লগ নিয়ে খুব হতাশার মাঝে থাকেন।
কিভাবে Disable Adsense Account ডিলিট করতে হয়?




আমাদের আজকের পোস্টে বন্ধ হওয়া এ্যাডসেন্স একাউন্ট ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করব না। এখানে শুধুমাত্র আপনার বন্ধ হওয়ার এ্যাডসেন্স একাউন্ট ডিলিট করার বিষয়ে আলোচনা করব। সাধারণত একটি এ্যাডসেন্স একাউন্ট ডিসএবল হওয়ার পর সেই একাউন্টে প্রবেশ বা একসেস করার সুযোগ থাকে না। এ ক্ষেত্রে অধিকাংশ লোক তাদের বন্ধ হওয়া এ্যাডসেন্স একাউন্টটি ডিলিট করতে চেষ্টা করেন। আমরা আজকের পোস্টে একটি Disable হওয়া Adsense Account ডিলিট করার ধারাবাহিক প্রক্রিয়া শেয়ার করব।




কেন Disable Adsense Account ডিলিট করবেন?

যেহেতু Disable Adsense Account কোন কাজে লাগে না সেহেতু সবাই এটি সাভাবিক নিয়মে ডিলিট করে দিতে চায়। তাছাড়া আপনি অন্য কোন ব্লগের মাধ্যমে গুগল এ্যাডসেন্স এর আবেদন করলে এবং আপনার পূর্বের এ্যাডসেন্স একাউন্ট ও আবেদনকৃত নতুন এ্যাডসেন্স একাউন্ট এর ঠিকানা একই হয়ে থাকলে গুগল আপনার নতুন আবেদনটি গ্রহন করবে না। তারা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেবে আপনার ইতোপূর্বে একটি এ্যাডসেন্স একাউন্ট রয়েছে। এ ক্ষেত্রে পূর্বের বন্ধ হওয়া এ্যাডসেন্স একাউন্টটি ডিলিট করে দিলে এই সমস্যায় পড়তে হয় না।

  • [message]
    • ##check## সাহায্য জিজ্ঞাসা
      • গুগল এ্যাডসেন্স বিষয়ে আপনার কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা প্রতিউত্তরে আপনার সমস্যার সমাধান জানিয়ে দেব।
আপনি হয়ত ভাবছেন যে, নতুন এ্যাডসেন্স একাউন্টের ক্ষেত্রে একই নাম ও ঠিকানা ব্যবহার করার কোন প্রয়োজ নেই। আপনার নতুন একাউন্টের জন্য ভিন্ন নাম ঠিকানা ব্যবহার করবেন। আমি আপনার সাথে দ্বিমত পোষন করছি না। নতুন একাউন্ট নিজের নামে না করে অন্যের নামেও করতে পারেন। তবে আপনি ভূল ঠিকানা ব্যবহার করলে পরবর্তীতে এ্যাডসেন্স এর পিন ভেরিফিকেশন সহ টাকা হাতে পাওয়ার সময় সমস্যার সম্মুখিন হতে পারেন। এ ক্ষেত্রে আপনি অবশ্যই নিজের অরিজিনাল নাম ও ঠিকানা ব্যবহার করবেন। তাছাড়া আপনার নিজের কষ্টে অর্জিত এ্যাডসেন্স একাউন্টে অন্যের নাম ব্যবহার করতে যাবেন কেন?

কিভাবে Disable Adsense Account ডিলিট করবেন?

  • প্রথমে আপনার কাঙ্খিত জিমেইল আইডিতে লগইন করতে হবে।
  • তারপর এই লিংকে ক্লিক করুন।
  • এখানে আপনার গুগল একাউন্টের সবগুলো সার্ভিস দেখতে পাবেন। সেই সাথে নিচের চিত্রের ন্যায় Payments নামে একটি অপশন দেখতে পাবেন।
কিভাবে Disable Adsense Account ডিলিট করতে হয়?
  • উপরের চিত্রে তীর চিহ্নিত ড্রপডাউন আইকনে ক্লিক করলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
কিভাবে Disable Adsense Account ডিলিট করতে হয়?
  • উপরের চিত্র হতে Go To Payments অপশনে ক্লিক করলে নিচের চিত্রের ন্যায় আপনার এ্যাডসেন্স এর পাবলিশার আইডি শো করবে।
কিভাবে Disable Adsense Account ডিলিট করতে হয়?
  • উপরের চিত্রের বাম পাশের Settings এ ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
কিভাবে Disable Adsense Account ডিলিট করতে হয়?
  • উপরের চিত্রটি হতে Settings এ ক্লিক করে নিচের দিকে আসলে Close Payment Profile অপশন দেখতে পাবেন। তারপর Close Payment Profile এ ক্লিক করা মাত্র নিচের চিত্রটি দেখতে পাবেন।
কিভাবে Disable Adsense Account ডিলিট করতে হয়?
  • তারপর উপরের চিত্রে তীর চিহ্নিত ড্রপডাউন ম্যানুতে ক্লিক করে যেকোন একটি অপশন সিলেক্ট করে  নীল রংয়ের Continue বাটনে ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
কিভাবে Disable Adsense Account ডিলিট করতে হয়?
  • সবশেষে Close Payments Profile বাটনে ক্লিক করলে আপনার Disable হওয়া Adsense Account  টি ডিলিট হয়ে যাবে।

ভিডিও টিউটোরিয়াল দেখুন


শেষ কথাঃ আপনাকে একটি বিষয় পরিষ্কার করছি যে, এ্যাডসেন্স একাউন্টটি ডিলিট করার পর আপনি এই জিমেইল আইডি দিয়ে পুনরায় নতুন এ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন না। এখানে এ্যাডসেন্স একাউন্ট থেকে আপনার যাবতীয় তথ্য মুছে যাবে কিন্তু জিমেইল আইডিটি সবসময় ডিসএবল থেকেই যাবে। তবে এখন থেকে একই নাম ঠিকানা ব্যবহার করে অন্য জিমেইল আইডির মাধ্যমে এ্যাডসেন্স এর আবেদন করার ক্ষেত্রে এড্রেস জনিত কোন সমস্যা করবে না।

Comments

Popular posts from this blog

নতুন ফুলের ছবি Download করুন

FTP Server BD 2020: Best FTP BD

Top 5 Bangla Movie Download Site