কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?

অনলাইনে কোন কিছু খোঁজার ক্ষেত্রে গুগল সার্চ ইঞ্জিনের পরে Bing ও Yahoo সার্চ ইঞ্জিনের অবস্থান। গুগল সার্চ ইঞ্জিন পরিচিতি লাভ করার পূর্বে Yahoo সার্চ ইঞ্জিন ইন্টারনেট বিশ্বে এককভাবে আদিপত্য করেছে, কিন্তু কালের পরিবর্তনের সাথে সাথে গুগল সার্চ ইঞ্জিন এতটাই জনপ্রিয়তা অর্জণ করে নিয়েছে যে, এখন গুগল ছাড়া মানুষ অন্য কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করে না বল্লেই চলে। তবে এই সার্চ ইঞ্জিন দুটি এখনো পুরোপুরি নিস্ক্রিয় হয়ে যায়নি। এখনো ১২-১৫% লোক ইন্টারনেটে তথ্য খোঁজার ক্ষেত্রে Bing ও Yahoo সার্চ ইঞ্জিন ব্যবহার করে।
কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?

কিছু দিন আগে Blogger Sitemap তৈরী এবং Google Search Engine এ সাবমিট করার পদ্ধতি সংক্রান্ত একটি পোষ্ট শেয়ার করেছিলাম। সেখানে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে শুধুমাত্র Google Search Engine এ কোন ব্লগ/ওয়েবসাইট সাবমিট করতে হয়। সেই ধরাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে যে কোন ব্লগ/ওয়েবসাইট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়। বর্তমান সময়ে সার্চ ইঞ্জিনের ৮৫% কাজ সবাই গুগল সার্চ ইঞ্জিন হতে সেরে নেয় এবং বাকী ১৫% Bing ও Yahoo সার্চ ইঞ্জিন হতে সম্পন্ন করে। এই জন্য সবাই গুগল সার্চ ইঞ্জিনকে টার্গেট করে। তবে বাকী ১৫% পেতে চাইলে আপনার ওয়েবসাইটটি অবশ্যই Bing ও Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে।

Blogger Sitemap কি?

সাইটম্যাপ হচ্ছে আপনার ব্লগের সার সংক্ষেপ। কোন একটি দেশের কিংবা স্থানের Map যদি আপনার হাতে থাকে তাহলে সহজে আপনি যে কোন জায়গা নির্ধারন করতে পারবেন। যেমন-সিলেট শহরের ম্যাপটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সম্পূর্ণ সিলেট শহর সম্পর্কে সু-স্পষ্ট ধারনা নেওয়ার পাশাপাশি সিলেট শহরের কোথায় কি আছে তাও জানতে পারবেন। তেমনি আপনি যদি আপনার ব্লগটি Search Engine এ সাবমিট করে রাখেন তাহলে Search Engine গুলি আপনার ব্লগ এর কোথায় কি আছে তা জেনে নিতে পারবে। এতেকরে Search রোবট আপনার পোষ্টগুলি Crawl এবং Index করার মাধ্যমে সার্চ ইঞ্জিনে সাবার সামনে নিয়ে যাবে। আর সার্চ ইঞ্জিনে নিয়ে যাওয়া মানেই হচ্ছে আপনার ব্লগের ভিজিটর বেড়ে যাওয়া। মূলত Blogger Sitemap সাবমিট করার উদ্দেশ্য হচ্ছে সার্চ ইঞ্জিন হতে আপনার ব্লগে ভিজিটর নিয়ে আসা।

কিভাবে Bing এ সাইটম্যাপ সবমিট করবেন?

  • প্রথমে এই লিংকে ক্লিক করে Bing Webmaster Tools এ অফিসিয়াল সাইটে যেতে হবে।
  • Bing Webmaster Tools ওয়েবসাইটে নিচের চিত্রের ন্যায় অপশন দেখতে পাবেন।
কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?
  • তারপর উপরের Sign In বাটনে ক্লিক করে সাইন-ইন করার জন্য নিচের অপশন দেখাবে।
কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?
  • আপনি উপরের যেকোন একটি ব্যবহার করে Bing Webmaster Tools এ সাইন-ইন করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে Google ব্যবহার করে সাইন-ইন করার পরামর্শ দিচ্ছি। সাইন-ইন করার পর নিচের চিত্রের ন্যায় অপশন দেখতে পাবেন।
কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?
  • উপরের চিত্রের খালি ঘরে আপনার ব্লগের এড্রেস দিয়ে ডান পাশের ADD বাটনে ক্লিক করা মাত্র নিচের চিত্রের অপশনগুলো দেখতে পাবেন।
কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?
  • এখানে ১ নং তীর চিহ্নিত স্থানে আপনার ব্লগের Url এর শেষ উপরের চিত্রের ন্যায় sitemap.xml লিখে ২ নং অংশে All Day সিলেক্ট করে দিবেন।
  • উপরের চিত্রে অপশন ছাড়াও আরো অনেক অপশন দেখতে পাবেন যেগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। ঐ অপশনগুলোতে আপনার যাবতীয় তথ্য সংযোজন করে দিতে হবে। আপনার ব্যক্তিগত তথ্য দেওয়ার পর মাউসের মাধ্যমে ক্রল করে নিচের দিকে গেল নিচের চিত্রের অপশন দেখতে পাবেন।
কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?
  • এখানে সবগুলো অপশন নিচের চিত্রের মত সেট করে Save বাটনে ক্লিক করার পর নিচের অপশন শো করবে।
কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?
  • উপরের চিত্রের সর্বমোট তিনটি অপশন শো করবে। আমরা শুধুমাত্র Option 2 এর ম্যাটা ট্যাগ পদ্ধতিতে কাজ করব।
  • উপরের চিত্রের ১ নং তীর চিহ্নের ম্যাটা ট্যাগটি ্‌কপি আপনার ব্লগের <head> ট্যাগের নিচে কপি করে Theme Save করে নিবেন। আপনি WordPress ব্যবহার করে Yoast SEO প্লাগইন অথবা যে SEO প্লাগইন ব্যবহার করছেন সেটির Webmaster Tools এর ভীতরে ম্যাটা কোডগুলো যুক্ত করে নিবেন।
  • সবশেষে উপরের চিত্রের Verify বাটনে ক্লিক করলে আপনার ব্লগ Bing and Yahoo Webmaster Tools এ সাবমিট হয়ে যাবে। That's all.

Bing Meta Tag ব্লগে যুক্ত করার পদ্ধতিঃ

উপরের অংশে আমরা বিষয়টি দেখাইনি বিধায় নতুনদের জন্য বিষয়টি কিছুটা কঠিন লাগতে পারে। সকলে বুঝার সুবিধার্তে Google BlogSpot এবং WordPress দুটিতে ম্যাটা ট্যাগ যুক্ত করার পদ্ধতি শেয়ার করে দিচ্ছি।

BlogSpot ব্লগে কিভাবে যুক্ত করবেন?

  • প্রথমে ব্লগে লগইন করুন।
  • তারপর ব্লগার ড্যাশবোর্ড হতে Theme > Edit HTMl এ ক্লিক করুন।
কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?
  • উপরের চিত্রের Theme > Edit HTMl এ ক্লিক করার পর নিচের চিত্রের ন্যায় দেখতে পাবেন।
কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?
  • উপরের চিত্রের <head> ট্যাগের নিচে Meta Tag টি যুক্ত করতে হবে।

WordPress ব্লগে কিভাবে যুক্ত করবেন?

  • প্রথমে আপনার WordPress ড্যাশবোর্ডে লগইন করুন।
  • তারপর Yoast SEO প্লাগইন নিচের চিত্রের ন্যায় কোডগুলো যুক্ত করে দিতে হবে।
কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?
  • সবশেষে Save Changes এ ক্লি করুন। That's all.

    কিভাবে Yahoo এ সাইটম্যাপ সবমিট করবেন?

    Bing Search Engine এ সাইট সাবমিট করার পর Yahoo সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট সাবমিট করার কোন প্রয়োজন হয় না। কারণ Bing এ সাইট সাবমিট করার পর Yahoo সার্চ ইঞ্জিনে অটোমেটিক আপনার ব্লগ/ওয়েবসাইট সাবমিট হয়ে যাবে। এ নিয়ে আমি পরবর্তী কোন পোষ্টে বিস্তারিত আলোচনা করবো, ইনশাআল্লাহ্।

      Comments

      Popular posts from this blog

      নতুন ফুলের ছবি Download করুন

      FTP Server BD 2020: Best FTP BD

      Top 5 Bangla Movie Download Site