কিভাবে একটি ব্লগ Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়?

অনলাইনে কোন কিছু খোঁজার ক্ষেত্রে গুগল সার্চ ইঞ্জিনের পরে Bing ও Yahoo সার্চ ইঞ্জিনের অবস্থান। গুগল সার্চ ইঞ্জিন পরিচিতি লাভ করার পূর্বে Yahoo সার্চ ইঞ্জিন ইন্টারনেট বিশ্বে এককভাবে আদিপত্য করেছে, কিন্তু কালের পরিবর্তনের সাথে সাথে গুগল সার্চ ইঞ্জিন এতটাই জনপ্রিয়তা অর্জণ করে নিয়েছে যে, এখন গুগল ছাড়া মানুষ অন্য কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করে না বল্লেই চলে। তবে এই সার্চ ইঞ্জিন দুটি এখনো পুরোপুরি নিস্ক্রিয় হয়ে যায়নি। এখনো ১২-১৫% লোক ইন্টারনেটে তথ্য খোঁজার ক্ষেত্রে Bing ও Yahoo সার্চ ইঞ্জিন ব্যবহার করে। কিছু দিন আগে Blogger Sitemap তৈরী এবং Google Search Engine এ সাবমিট করার পদ্ধতি সংক্রান্ত একটি পোষ্ট শেয়ার করেছিলাম। সেখানে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে শুধুমাত্র Google Search Engine এ কোন ব্লগ/ওয়েবসাইট সাবমিট করতে হয়। সেই ধরাবাহিকতায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে যে কোন ব্লগ/ওয়েবসাইট Bing এবং Yahoo সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়। বর্তমান সময়ে সার্চ ইঞ্জিনের ৮৫% কাজ সবাই গুগল সার্চ ইঞ্জিন হতে সেরে নেয় এবং বাকী ১৫% Bing ও Yahoo সার্চ ইঞ্জিন হতে সম্পন্ন করে। এই জন্য সবাই গুগল সার্চ...