Posts

Showing posts from March, 2020

অনলাইনে জমির মালিকানা যাচাই ও জমির খতিয়ান/পর্চা বের করার নিয়ম

Image
একজন জমির মালিক যাতে ঘরে বসে জমির মালিকানা বের করতে বা ঘরে বসে অনলাইন খতিয়ান/পর্চা যাচাই করতে পারে কিংবা জমি কেনার পূর্বে সহজে অনলাইন হতে জমির প্রকৃত মালিকানা যাচাই করতে পারে, সে জন্য ভূমিমন্ত্রনালয় তাদের সরকারী ওয়েবসাইটে একটি ডাটাবেজ তৈরি করছে। ইতোপূর্বে বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে অধিকাংশ জেলার আরএস খতিয়ান সহ অন্যান্য খতিয়ানগুলো এখন ভূমিমন্ত্রনালয়ের ওয়েবসাইট হতে সহজে পাওয়া যাচ্ছে। সরকার এ কাজটিতে আরো আধুনিকায়ন আনার জন্য গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরো সহজে জোন্যাল সেটেলমেন্ট অফিসে না গিয়ে ঘরে বসেই অনলাইনে জমির মালিকানা যাচাই ও জমির খতিয়ান/পর্চা বের করা যাবে। এতেকরে জমি কেনার পর প্রতারনার ফাঁদে পড়ার সম্ভাবনা কমে যাবে। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ঘরে বসে কম্পিউটার অথবা হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অনলাইন হতে সহজে জমির মালিকানা যাচাই ও জমির খতিয়ান/পর্চা বের করে নিবেন? কম্পিউটার ও ইন্টারনেট এর যুগে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তথ্য প্রযুক্তিকে যথেষ্ট জ্ঞান রাখলেও জমি জমার বিষয়ে মিনিমাম এ.বি.সি জ্ঞানটুকো রাখে না। যার ফলে দেখা যায় অনেকের বাবা মারা যাওয়ার পর

Blogging নাকি YouTube: কোনটি দিয়ে বেশি টাকা ইনকাম করা যায়?

Image
অনলাইনে যারা কাজ করতে চায় তাদের মনে Blogging এবং YouTube নিয়ে যে দুটি প্রশ্ন ঘুরপাক খায় সে দুটি প্রশ্ন হচ্ছে আমি Blogging শুরু করব নাকি YouTube ভিডিও তৈরি করব। এ ক্ষেত্রে ব্লগিং ভালো হবে নাকি YouTube ভালো হবে, ব্লগিং করে বেশী টাকা ইনকাম করতে পারব নাকি YouTube থেকে বেশী টাকা ইনকাম করতে পারব? ইউটিউব নাকি ব্লগ সাইট থেকে ইনকাম সহজ? আপনাদের মধ্যে যাদের মাথায় এই সকল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমরা আজ তাদের সকল প্রশ্নের দ্বিধাদন্ধ ও সন্দেহ পরিষ্কার করে দেব। বর্তমান সময়ে যদি কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান কি না? তাহলে সে এক বাক্যে বলবে অবশ্যই করতে চাই। কারণ ঘরে বসে টাকা ইনকাম করার স্বাদটা সবাই নিতে চায় এবং সেটার মজাই অন্যরকম। তাছাড়া বর্তমান সময়ে কম্পিউটার ও ইন্টারনেট এর সহজলভ্যতার কারনে অনেকে অনলাইন হতে টাকা ইনকাম করার আগ্রহ দেখাচ্ছে এবং অনেকে কাজ করে সফলও হচ্ছে। আপনি যদি ভিডিও তৈরির পাশাপাশি কন্টেন্ট লেখার বিষয়েও দক্ষ হয়ে থাকেন তাহলে Blogging এবং YouTube দুটিই একসাথে চালিয়ে যেতে পারেন। এই দুটি কাজ একসাথে করতে পারলে আপনি সবচাইতে বেশী লাভবান হতে পারবেন। তবে দুটি

এসইও কি? কিভাবে এসইও শিখবো?

Image
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) হচ্ছে Google, Yahoo ও Bing সহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলোতে উচ্চতর পর্যায়ে অবস্থান পাওয়ার জন্য ওয়েবসাইট অপটিমাইজেশন করার একটি প্রক্রিয়া। বর্তমান সময়ে বেশীরভাগ ওয়েব ডেভেলপার ও অনলাইন মার্কেটার গুগল সার্চ রেজাল্টের অসাধারণ কিছু Algorithms এর জন্য গুগল সার্চ ইঞ্জিনকে টার্গেট করে থাকে। তাছাড়া ভিজিটররা ওয়েব সার্চের ৮৫% কাজ Google সার্চ ইঞ্জিন হতে সেরে নেয় বিধায় সবাই Google সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কৌশল অবলম্বন করে। আজকের এই টপিকটি এসইও এর একটি বেসিক বিষয়। ব্লগিং শুরুর দিকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর বেসিক বিষয় নিয়ে লেখা উচিত ছিল কিন্তু আমরা ধারনা করেছিলাম বিষয়টি নিয়ে অন-লাইনে বিভিন্ন ব্লগে অনেকবার লেখা হয়েছে, সেই জন্য বেসিক ব্যাপারগুলো নিয়ে লেখিনি। সম্প্রতি SEO নিয়ে আমাদের ব্লগের বেশ কয়েকজন ভিজিটরের কৌতুহলী প্রশ্ন শুনে এই ধরনের সহজতর বেসিক বিষয়টি নিয়ে লিখতে বাধ্য হলাম। এসইও কি? Search Engine Optimization এই তিনটি শব্দের ভীতরে দুটি অর্থবহুল অংশ রয়েছে। একটি হচ্ছে Search Engine এবং অন্যটি হচ্ছে Optimization. তারমানে দাড়াচ্ছে SEO হচ্ছে সার্চ ইঞ্জিন-কে অপটিমা

কিভাবে ব্লগে ফেসবুক পেজ Plugin যুক্ত করতে হয়?

Image
আমরা প্রায় সব ধরনের ব্লগেই দেখে থাকি যে, Facebook Like Box নামের একটি Widget যুক্ত করা রয়েছে। সম্প্রতি Facebook কর্তৃপক্ষ ফেসবুক পেজ Plugin টি আরো অনেক ডেভেলপমেন্ট করে সুন্দরভাবে তৈরি করেছে। নতুন আপডেট করার ফলে এখন ফেসবুক পেজ Plugin টি আরো দ্রুত সময়ে ব্লগে লোড হয়। ব্লগে ফেসবুক পেজ Plugin টি যুক্ত করে রাখলে এক দিকে যেমন ব্লগের সুন্দর্য বৃদ্ধি পায় অন্যদিকে ব্লগের ভিজিটররা ফেসবুক পেজটি সম্পর্কে অবগত হয়ে ব্লগ থেকেই ফেসবুক পেজটি লাইক করে নিতে পারে। আপনি চাইলে খুব সহজে ফেসবুক পেজ Plugin টি ব্লগের ডান পাশে যুক্ত করে নিতে পারেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে এই আপডেট Facebook Page Plugin টি যুক্ত করবেন। উপরের ছবিতে ফেসবুক পেজ Plugin টির ডেমো দেখতে পাচ্ছেন। আপনি ফেসবুক পেজ Plugin টির লাইভ ডেমো দেখতে চাইলে এই লিংকে ক্লিক করে আমার ব্লগের Landing Page এর নিচের দিক হতে দেখ আসতে পারেন। কিভাবে ফেসবুক পেজ Plugin তৈরি করবেন? প্রথমে বলে রাখছি যেহেতু এটি হচ্ছে মূলত ফেসবুক পেজ এর প্লাগিন সেহেতু এটি ব্লগে যুক্ত করে নেওয়ার জন্য অবশ্যই আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে। আর ফেসবুজ পেজ না থাকলে আপনার একটি নুতন ফেস

ব্লগ তৈরি করার নিয়ম: কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরী করব?

Image
আপনারা হয়তো জানেন যে, কারো ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক কাজের জন্য ব্লগ তৈরী করার সবচেয়ে সহজ প্লাটফর্ম হচ্ছে Google BlogSpot. কোন ধরনের কোডিং জ্ঞান ছাড়া খুব সহজে BlogSpot ব্যবহার করে একটি ব্লগ তৈরী করা যায়। এটি Google কোম্পানির হওয়াতে কোন প্রকার সংকোচ ছাড়াই ব্লগিং চালিয়ে যেতে পারবেন। আপনি যদি ব্লগিংয়ে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই গুগল ব্লগস্পট দিয়ে একটি ব্লগ তৈরি করে ব্লগিং শুরু করবেন। Contents অনলাইন ভিত্তিক অনেক ধরনের গুগল প্রোডাক্ট রয়েছে যেগুলো ইচ্ছে করলেও সকল দেশ থেকে ব্যবহার করা যায় না। অর্থাৎ গুগল তাদের সব ধরনের প্রোডাক্ট সকল দেশের জন্য কখনোই উন্মুক্ত করে না। এমনকি গুগলের অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো টাকার বিনিময়ে বিভিন্ন দেশ থেকে কেনার সুযোগ থাকে না। গুগল BlogSpot হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটি গুগল সকল দেশের জন্য উন্মুক্ত রেখেছে। গুগল BlogSpot সরাসরি গুগল এর সার্ভার এর সাথে সংযুক্ত থাকায় সার্ভিস জনিত কোন ত্রুটি নিয়ে চিন্তা করতে হয় না। এগুলো অবশ্যই পড়ুন -  Google BlogSpot নাকি WordPress, কোনটি ব্যবহার করবেন ? কেন গুগল Blogspot Blogger দিয়ে ব্লগ তৈরি করবেন ? ওয়েব ডেভেলপম