Posts

Showing posts from December, 2018

Robots.txt ফাইল কি বা কেন এবং কিভাবে ব্লগে যুক্ত করতে হয়?

Image
অনেক ব্লগারই আছেন যারা Robots.txt অপশন ভালভাবে বুঝেন না কিংবা কখনো এ অপশনটি নিয়ে মাথা ঘামান না।  তারা মনে করেন যে, এ অপশনটি কোন কাজের নয় বিাধয় এটি খালি রেখে দেন। সত্যি বলতে এ অপশনটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করে ব্লগিং চালিয়ে গেলে আপনার ব্লগে পর্যাপ্ত ভিজিটর পাওয়ার সম্ভাবনা কমে যায়। তবে এ অপশনটি একটিভ করতে গিয়ে আপনি যদি না বুঝেই অন্যের Robots.txt ফাইল  কপি অপশনটি চালু করেন তাহলে ভাল না হয়ে এর বিপরীত হতে পারে। এই জন্য এটি একটিভ করার আগে আপনাকে এ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।  Robots.txt ফাইল কিঃ প্রত্যেক সার্চ ইঞ্জিনেরই নিজস্ব ওয়েব রোবট রয়েছে। আপনি হয়তো ভাবছেন এটি কি রজনি কান্তের হিন্দি সিনেমার রোবটের মত। আসলে এটি এই ধরনের কিছু না। এটি হচ্ছে সার্চ ইঞ্জিনের যত প্রকার ওয়েবসাইট আছে তা পরীক্ষা করার জন্য এক ধরনের ওয়েব ফাংশন, যাকে রোবট নামে আখ্যায়িত করা হয়। আর Robots.txt ফাইল এর মাধ্যমে ঐ রোবটদের নির্দেশ করা হয় যে, আপনার ব্লগ/ওয়েবসাটটি সে Crawl এবং Index করবে কি না। আপনি ইচ্ছে করলে এই Robot.txt ফাইল ব্যবহার করে রোব

ব্লগার Custom Robots Header Tags কিভাবে Settings করবেন?

Image
Robots হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রামিং যা বিভিন্ন ওয়েব পেজগুলিকে যাচাই বাছাই করার জন্য ব্যবহৃত হয়। গত পোষ্টে আমি Robots.txt ফাইল কি বা কেন এবং কিভাবে ব্লগে যুক্ত করতে হয় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। Robots সম্পর্কে পরিপূর্ণ ধারনা নিতে উপরের পোষ্টটি পড়ে নেবেন। তারপরও সংক্ষেপে বলে নিচ্ছি, এই Robots আপনার নতুন পোষ্টগুলিকে Crawl করার মাধ্যমে Index করে সার্চ রেজাল্টে নিয়ে আসবে। আর যখন আপনার পোষ্টগুলি সার্চ রেজাল্টে চলে আসবে তখনই আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর পাবেন। Header tags: আপনি যখন গুগল কিংবা অন্য কোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ করেন, তখন সার্চ ইঞ্জিন সব ধরনের পোষ্টগুলির হেডিং হাইলাইট করে শো করে। আপনি ভালভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে, সবগুলি হেডিং দেখতে একই রকমের হলেও এর গঠনগত কিছু ভিন্নতা আছে। যেমন-দেখবেন কিছু পোষ্টের হেডিংয়ে Cache ফাইল থাকে এবং Mobile Friendly লিখা থাকে, আবার কোনটিতে কিছুই থাকে না। এগুলি সাধারণত এ ধরনের Header tags এর মাধ্যমে সেট করে নিতে হয়। কিভাবে Robots Header Tags Setting করবেন? আপনার ব্লগে লগইন করে Settings -> Search Preferences

BlogSpot ব্লগের SEO Meta Tags গুলো সঠিকভাবে Settings করুন

Image
আবারও SEO এর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ Meta Tag Settings নিয়ে লিখতে বসলাম। ইতোপূর্বে আমরা ব্লগ পোষ্টের টাইটেলকে SEO উপযোগী করার কৌশল বিষয়ক একটি পোষ্ট করেছিলাম। আপনি ইচ্ছে করলে উক্ত লিংক হতে পোষ্টটি দেখে আসতে পারেন। সেখানে আমরা বিশদভাবে বিষয়টির বেসিক ব্যাপারগুলি নিয়ে ব্যাখ্যা করেছিলাম। আপনি যদি বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারনা নিতে চান তাহলে অবশ্যই আগের পোষ্টটি পড়ে নিবেন। আসলে SEO নিয়ে লিখতে বরাবরই আমি খুব বেশী পছন্দ করি কিন্তু পর্যাপ্ত সময় ও সুযোগের অভাবে লিখতে পারি না। তাছাড়া বর্তমানে আমার ফাইনাল পরীক্ষা খুবই নিকটে হওয়াতে ব্লগে সময় দেয়া আরও দুরূহ হয়ে পড়েছে। পরীক্ষার কারনে আগামী ০৩ মাস হয়তো ব্লগে আমাকে নিয়মিত পাবেন না অর্থাৎ লেখা-লেখি থেকে সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করবো। তবে ব্লগের যে কোন প্রশ্নের উত্তর যথা সময়ে দেয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। পরীক্ষা শেষ হলে আবারও ব্লগে নিয়মিত লিখবো। এখন কাজের কথায় আসি। এটাকে বলা হয় “ব্লগপোষ্ট এর টাইটেল ‍সুওয়াইপ” করা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য ব্লগের টাইটেল সবার আগে সার্চ ইঞ্জিনের উপযোগী করে নেয়া উচিত। অন্যথায় সার্চ ইঞ্জিনগুলি বুঝতেই পারবে না য